স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন ভারতের ওপেনার শুভমান গিল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ খেলেছেন এই ব্যাটার।
সব মিলিয়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই দারুণ পারফরম্যান্স করেছেন এই ব্যাটার। আর তারই পুরস্কার হিসেবে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন গিল।
মাস সেরার দৌড়ে শুভমান গিলের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। সেরা হওয়ার দৌড়ে তাদের দুজনকে পেছনে ফেলেছেন গিল। অন্যদিকে নারী ক্রিকেটে মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার আলানা কিং।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুভমান গিল দারুণ খেলেছেন। প্রথম দুই ম্যাচেই করেন হাফ-সেঞ্চুরি। সিরিজের তৃতীয় ম্যাচে করেন দারুণ এক সেঞ্চুরি। প্রথম ম্যাচে ৮৭, দ্বিতীয় ম্যাচে ৬০ ও তৃতীয় ম্যাচে করেন ১২২ রান।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ফর্ম ধরে রাখেন গিল। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই ব্যাটার। এরপর পাকিস্তানের বিপক্ষে তিনি করেন ৪৬ রান। সব মিলিয়ে পুরো মাসে ৫ ম্যাচ খেলে ৪০৬ রান করেন গিল। তার ব্যাটিং গড় ১০১.৫০, স্ট্রাইক রেট ৯৪.১৯।
অন্যদিকে নারী ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার আলানা কিং। তিনি পেছনে ফেলেছেন তার স্বদেশি আনাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাচা পুত্তাওয়ংকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাদারল্যান্ড, এবং ২০২৫ সালের জানুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বেথ মুনি।
অ্যাশেজে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে সবার নজর কাড়েন আলানা কিং। এই পারফরম্যান্সের কারণেই ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।