এমটিনিউজ২৪ ডেস্ক : সামাজিক সুরক্ষা বেষ্টনিতে থাকা উপকারভোগীরা যথাযথভাবে সহায়তার টাকা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ১০০ টাকার মধ্যে ৪৬ টাকা উপযুক্ত ভাতাভোগী পান না। এ অবস্থায় ভাতা দেয়ার জন্য অনলাইন পদ্ধতি করা হবে। আর ভাতা পেতে নতুন করে নিবন্ধনও করতে হবে।
এ সময় অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশটা অন্ধকার থাকা অবস্থায় আমরা এসেছি। এই অন্ধকার থেকে তুলে আনতে সংস্কারের সময় দিতে হবে। রাজনৈতিক কারণে যদি সময় দেয়া না হয়, তাহলে সেটার দায় রাজনৈতিক দলগুলোর ওপর পড়বে, আমাদেরও নিতে হবে।
দেশের মানুষের মানসিক অবস্থা এবং মাদকাসক্তির বিষয়েও কথা বলে সমাজকল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন দেশে আত্মহত্যার হার, ছেলে মেয়েের মাদকাসক্তির হার বেড়েছে। বাল্যবিবাহ বেড়েছে, সংসারও টিকছে না। সরকার এসব সমস্যা নিয়ে কাজ করছে।