মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৩:৪৪

উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপ দেওয়া সেই যুবক আটক

উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপ দেওয়া সেই যুবক আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে এক দম্পতিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় আরও একজন আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম আলফাজ (২৩), যিনি সরাসরি ওই দম্পতিকে কোপ দিয়েছিলেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে, জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

এদিকে, দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলেও, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই আসামিকে দুই দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মোটরসাইকেলে উচ্চশব্দে হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশায় থাকা মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ২০ থেকে ২৫ জনের একটি দল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে প্রকাশ্যে কোপায়, যাদের মধ্যে মকবুল গুরুতর আহত হন।

ঘটনার পর এক ঘণ্টা পর স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে এবং পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা আজ সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে