বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৭:৩০

এক পরিত্যক্ত শ্মশানে পরিণত শামীম ওসমানের সেই রাজপ্রাসাদ

এক পরিত্যক্ত শ্মশানে পরিণত শামীম ওসমানের সেই রাজপ্রাসাদ

এমটিনিউজ২৪ ডেস্ক : এক সময় নারায়ণগঞ্জের রাজনীতি শামীম ওসমানে র ইশারায় চলতো। তার বিশাল রাজপ্রাসাদ থেকে বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করা হতো, আর সাধারণ মানুষ ভয়ে কাঁপতো। কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রভাবশালী পরিবারের পতন হয়েছে, আর তার রাজপ্রাসাদ পরিণত হয়েছে এক পরিত্যক্ত শ্মশানে।

যে বাড়ি থেকে চলতো রাজত্ব, আজ সেখানে নীরবতা। নারায়ণগঞ্জের জামতলায় অবস্থিত শামীম ওসমানের পৈতৃক বাড়ি ‘বায়তুল আমান‘ ছিল তার ক্ষমতার প্রতীক। এখান থেকেই দলীয় কর্মীদের আদেশ দেওয়া হতো, এখানেই বসতো রাজনৈতিক সভা। কিন্তু ৫ আগস্ট ২০২৪ তারিখে সরকার পতনের পর, বিক্ষুব্ধ জনতা তার এই বাড়িতে হামলা চালায়।

জনতার তাণ্ডবে সেই রাজপ্রাসাদ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙা দরজা-জানালা, পোড়া আসবাবপত্র, ধুলো জমে থাকা করিডোর আর কুকুর-বিড়ালের অবাধ বিচরণ—এসবই এখন শামীম ওসমানের বাড়ির পরিচয়।

যে ব্যক্তি একসময় নারায়ণগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়াতেন, তিনি এখন ভবঘুরে! রাজনৈতিক ক্ষমতা হারিয়ে কখনো দিল্লির আজমীর শরীফে, কখনো মধ্যপ্রাচ্যে, কখনো মালয়েশিয়ায় ছুটে বেড়াচ্ছেন। তবে কোথাও স্থায়ী হতে পারছেন না।

সরকার পতনের আগেই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এ কে এম সেলিম ওসমান, আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এ কে এম শামীম ওসমান, সাবেক এমপি নাসিম ওসমানের (প্রয়াত) ছেলে আজমেরী ওসমান এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান প্রাণ বাঁচাতে সপরিবারে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান। এ ছাড়া পালিয়ে যায় তাদের দোসর গত ১৬ বছর ধরে এলাকায় নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িতরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে