শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭:০৩

'তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি-এটি বিএনপির সিদ্ধান্ত নয়'

'তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি-এটি বিএনপির সিদ্ধান্ত নয়'

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন— এমন বক্তব্য বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, "আমাদের কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন যে, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু এটি বিএনপির দলীয় অবস্থান নয়।"

তিনি বলেন, "জনগণের আস্থা তৈরি করার জন্য একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে— এই বিতর্কে না গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন হবে, তারাই নির্ধারণ করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে।"

গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে স্থানীয় সরকারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে রিজভী বলেন, "জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।"

২১ ফেব্রুয়ারি প্রসঙ্গে তিনি বলেন, "এটি যেমন বেদনার দিন, তেমনি অন্যদিকে প্রেরণা ও গৌরবের দিন। ৫২-এর ভাষা আন্দোলনের পথ ধরেই ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে। এর মধ্য দিয়েই আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি।"

তিনি আরও বলেন, "যুগে যুগে ২১ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা দিয়েছে। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহস জুগিয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক অর্জনও এরই ধারাবাহিকতায় এসেছে।"

তিনি বলেন, "গত ৫ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এ সকল আন্দোলন ও সংগ্রামে ২১ ফেব্রুয়ারি আমাদের চেতনার উৎস হয়ে আছে।"

রুহুল কবির রিজভী সরকারের প্রতি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে