শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৪:৪৪

বড় সুখবর, এবার বাড়বে ফ্রিল্যান্সারদের আয়ের সুযোগ

বড় সুখবর, এবার বাড়বে ফ্রিল্যান্সারদের আয়ের সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ দিন দিন বাড়ছে, এবং এর মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফাইভার। এই প্ল্যাটফর্মটি এবার ফ্রিল্যান্সারদের জন্য একটি সুখবর দিয়েছে। ফাইভার তাদের নতুন সেবা চালু করেছে, যা ফ্রিল্যান্সারদের আয়ের সুযোগ আরও বৃদ্ধি করবে এবং তাদের কাজের প্রক্রিয়াকে সহজ করবে।

ফাইভার এখন ফ্রিল্যান্সারদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণের সুযোগ চালু করেছে। এর মাধ্যমে, ফ্রিল্যান্সাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী একটি এআই মডেল প্রশিক্ষণ দিতে পারবেন। এরপর গ্রাহকরা সেই মডেল ব্যবহার করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করবেন।

এই নতুন সুবিধার মাধ্যমে, ফ্রিল্যান্সাররা দ্রুত এবং মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারবেন। তাঁরা তাদের কাজের ওপর ভিত্তি করে মডেলটি কাস্টমাইজ করতে পারবেন এবং সেই কাজের জন্য মূল্য নির্ধারণ করতে পারবেন। এর ফলে, সৃষ্টিশীল কাজের ওপর ফ্রিল্যান্সারদের নিয়ন্ত্রণ বজায় থাকবে।

এছাড়া, ফাইভারের ‘ফাইভার গো’ টুলসের অংশ হিসেবে ফ্রিল্যান্সাররা তাদের তৈরি এআই মডেল সম্পাদনা করতে পারবেন এবং পছন্দ অনুযায়ী মূল্য নির্ধারণের সুযোগ পাবেন। এসব মডেল বিভিন্ন সেবা যেমন গান লেখা, ভয়েসওভার, গ্রাফিক ডিজাইন, কপিরাইটিং, ইলাস্ট্রেশন ও ডিজিটাল মার্কেটিং-এ ব্যবহার করা যাবে।

ফাইভার দাবি করছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে ফ্রিল্যান্সারদের কাজের পরিধি আরও বিস্তৃত হবে এবং কনটেন্ট তৈরির প্রক্রিয়া সহজ হবে।

ফাইভারের নতুন টুলসে একটি এআইভিত্তিক পারসোনাল অ্যাসিস্ট্যান্টও যুক্ত করা হয়েছে, যা ফ্রিল্যান্সারদের দ্রুত গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এর ফলে, ফ্রিল্যান্সারদের গ্রাহকসেবা আরও উন্নত হবে এবং গ্রাহকরা আরও দ্রুত সহায়তা পাবে। তবে, এই টুলস প্রাথমিকভাবে শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারদের জন্য উন্মুক্ত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে