শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩০:১৪

ফের রাজধানীতে ভয়াবহ আগুন

ফের রাজধানীতে ভয়াবহ আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে স-মিলে অগ্নিকাণ্ডের পর এবার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে করাইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, রাত ১২টা ৪৬ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে সেখানে আরও ৫টি ইউনিট যোগ দেয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, খিলগাঁওয়ে স-মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়েছে। 

তিনি বলেন, আগুনে কেউ নিখোঁজ রয়েছেন এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাইনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে