রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৩:৪০

আজহারীর মাহফিল শেষে থানায় জিডির হিড়িক!

আজহারীর মাহফিল শেষে থানায় জিডির হিড়িক!

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণের চেইন এবং মোটর সাইকেল চুরির শিকার হয়েছেন বেশ কয়েকজন। তাদের অনেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড-সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আজহারী।

মাহফিল শেষ হওয়ার পর শনিবার রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত থানায় ১৯টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও অনেকে জিডির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের নামো-টিকরামপুর এলাকার বাসিন্দা মাহফুজা বেগম বলেন, “০১ নং মহিলা প্যান্ডেলে মাহফিল শুনতে গিয়েছিলাম। সেখানে হুড়াহুড়িতে আমরা পড়ে যাই। সে সময় ভিড়ের মধ্যে কেউ আমার গলা থেকে প্রায় সাত আনা স্বর্ণের চেন চুরি করে নেয়। তাই থানায় এসেছি জিডি করতে। পুলিশ প্রশাসনের কাছে দাবি, স্বর্ণের চেন যেন দ্রুত উদ্ধার করে দেয়।”

মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক নুরুল ইসলাম বলেন, “আমাদের মাহফিল কমিটির মূল মাঠে গ্রিন রুমের সামনে আমার মোটরসাইকেল রেখেছিলাম। মাহফিল শেষে আমি বাড়িতে গিয়েছিলাম। পরে পৌনে ছয়টার দিকে এসে দেখি গ্রিন রুমের সামনে রাখা আমার মোটরসাইকেলটি আর নেই। এখন থানায় জিডি করতে এসেছি।”

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরমপুর এলাকার বাসিন্দা মাসিদুল ইসলাম বলেন, আজহারী হুজুরের মাহফিল শোনার জন্য সকাল ০৭ টার দিকে মাহফিল প্যান্ডেলে গিয়েছিলাম। বক্তব্য ভিডিও করার জন্য ফোন বের করেছিলাম এবং সেখানে অনেক ধাক্কাধাক্কি হয়। পরে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এবং বন্ধুকে ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিলে দেখি ফোন নাই। আমি থানায় এসে জিডি করলাম। আশা করছি ফোন দ্রুত উদ্ধার হবে।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “থানায় অনেকে এসেছে চুরির বিষয়ে জিডি করতে। তবে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে জিডি নেওয়া হচ্ছে এবং স্বর্ণের অলংকার চুরি বা হারিয়ে যাওয়ার বিষয়ে নিয়মিত মামলা দায়ের প্রকিয়াধীন আছে। এছাড়া আমরা ০৮ জন মহিলা আটক করেছি। জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তাদের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে