বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০০:২৬

‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা’

‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা’

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সরকারের ব্যর্থতা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা আওয়ামী পূনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাংক্ষা। কোনটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয় নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।

ফেসবুকে তিনি আরো লিখেন, সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে