এমটিনিউজ২৪ ডেস্ক : এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে, পড়াশোনা শেষে সার্টিফিকেটের সাথে সাথেই যেনো তরুণদের কাজের ব্যবস্থা হয়; এমন বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, কেউ বেকার হয়ে থাকবে না। এমন একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতে আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা প্রতিবেশী দেশকে অহেতুক উষ্টা দিতে চাই না। তবে প্রতিবেশীও আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা দেশের মানুষের জন্য অপমানজনক।
এছাড়া জামায়াতের আমির ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত দেশে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান।