বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২১:০৯

বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশেও

 বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশেও

এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চারটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ কর্মকর্তাবৃন্দ।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পৌরসদর বাজারের হাসপাতাল রোডে উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রলবোমা বিস্ফোরিত হলে বিএনপি অফিসের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ও বাজারের নৈশ প্রহরিরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আশা করি জড়িতদের দ্রুত পুলিশ গ্রেফতার করে বিচারের আওতায় আনবে।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ বলেন, ‘পেট্রলবোমা বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের দল পাঠানো হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। কে বা কারা এসব পেট্রলবোমা রেখেছে তা অনুসন্ধান করার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে