শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৬:১২

দেশের যে জেলায় দুই দফা ভূমিকম্প!

দেশের যে জেলায় দুই দফা ভূমিকম্প!

এমটিনিউজ২৪ ডেস্ক : একদিনের ব্যবধানে পর পর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে পঞ্চগড়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ৩৭ সেকেন্ডে প্রথম কম্পন এবং  রাত ৩টা ৬ মিনিট ১০ সেকেন্ডে দ্বিতীয় কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস বলছে, এই ভূমিকম্পের শ্রেণি ছিল মাঝারি আকারের। তবে ভূমিকম্পের কারণে কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি।

আবহাওয়া অফিস আরও জানায়, কিছু সময়ের ব্যবধানে পর পর দুটি কম্পন অনুভূত হয়। রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ভারতের আসামের মরিগাঁওয়ে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। অপরদিকে রাত ৩টা ৬ মিনিট ১০ সেকেন্ডে নেপালের কোদারি এলাকায় উৎপত্তি হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্র নাথ রায় সময় সংবাদকে বলেন, গভীর রাতে হঠাৎ ভূমিকম্পে সব কিছু কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়েছেন। তবে সকাল পর্যন্ত কোন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসেনি।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে