এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।
নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
দলের মুখ্য সংগঠক পদে আছেন তিনজন। দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে। এছাড়া সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে মুখ্য সমন্বয়ক করা হয়েছে। যুগ্ম মুখ্য সমন্বয়ক করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।
সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি পদে আছেন সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদীব। আর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন তাসনিম জারা এবং নাহিদা সারওয়ার নিভা। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব।
নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম (কাঠামো) নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এই বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন। সেখানে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে কারা আসছেন, সেসব নাম চূড়ান্ত হয়। একইসঙ্গে দলের নাম (জাতীয় নাগরিক পার্টি) চূড়ান্ত করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে এসব দলটি ও এর নেতাদের নাম ঘোষণা করা হয়।
নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, সিপিবি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন।