শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৮:০৫

জানেন আজ হঠাৎ কত টাকা ভরিতে স্বর্ণ বিক্রি হচ্ছে?

জানেন আজ হঠাৎ কত টাকা ভরিতে স্বর্ণ বিক্রি হচ্ছে?

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে চলতি মাসে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা হ্রাস পেয়েছে স্বর্ণের মূল্য। এর ফলে, ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা।

নতুন মূল্য কার্যকর হওয়ার তারিখ: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন এই মূল্য শুক্রবার থেকে কার্যকর হবে।

স্বর্ণের নতুন মূল্য তালিকা:

২২ ক্যারেট: ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ১ লাখ ১ হাজার ৭২২ টাকা (প্রতি ভরি)
এর আগে, ২৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত: স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান বাজারে রুপার দাম নিম্নরূপ:

২২ ক্যারেট: ২ হাজার ৫৭৮ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ২ হাজার ৪৪৯ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ২ হাজার ১১১ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ১ হাজার ৫৮৬ টাকা (প্রতি ভরি)

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে দেশীয় বাজারেও স্বর্ণের দামের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে