এমটিনিউজ২৪ ডেস্ক : টানা প্রায় চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নিজের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নামে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সরকারি অর্থে করা এসব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের নাম মুছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ৫৬টি সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ হাসিনার পরিবার, আওয়ামী লীগ নেতা ও তাদের সংশ্লিষ্টদের নাম মুছে ফেলা হয়েছে। দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠানের নতুন নাম। বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তির নাম বাদ দিয়ে স্থানীয় নামে নামকরণ করা হয়েছে এসব প্রতিষ্ঠানের।
২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রোববার (২ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ২৭টি স্কুলের নাম বদলে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সব মিলিয়ে দুই প্রজ্ঞাপনে ৫৬টি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ হাসিনার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম মুছে ফেলা হলো।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্কুলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
রোববার জারি করা প্রজ্ঞাপনের তথ্য বলছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার বেতাগা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ভবরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার আলহাজ্জ নুরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে করা হয়েছে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দক্ষিণ সতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ফরজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে রমাগঞ্জ কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পূর্ব ফুলবাগিচা ফরজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলার তজিমুদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ধারণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের ধোবাউরা উপজেলার শাককোনা হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে মধ্য শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাসকান্দা শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে পশ্চিম মাসকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামের ডাবলমুরিং উপজেলা উত্তর লালখান বাজার শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে উত্তর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে চান্দি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের কোটালীপাড়ার ১৬২নং বঙ্গবন্ধু মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার ১৭৯নং শেখ ফজলুর হক মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার ২১৪নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শিউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৭০নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই উপজেলার ৪৯নং গিমডাঙ্গা মধ্যপাড়া শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে কদম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই উপজেলার ৫১নং শেখ কামাল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে গোলাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ৪৩নং কুশলী শেখ মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ৪৮নং কাজীপাড়া সরদারপাড়া এস এম মুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে বেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার ৬৬নং খান সাহেব শেখ মোশাররফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে টগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৬নং শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে যমুনা সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে দক্ষিণ দেশীবাই স্বপ্নের সিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে ২৬ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার সূত্রাপুর থানার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কারকুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর থানার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৬নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ১৬নং পাইকপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ির পাংশা উপজেলার পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রাখা হয়েছে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর সতরাজ শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে চর সতরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিরোজপুর সদর উপজেলার পশ্চিম পিরোজপুর বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পশ্চিম পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁর ধামইরহাট উপজেলার শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে জগৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁর পত্নীতলা উপজেলার শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নাদৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
এদিকে রংপুর পীরগঞ্জ উপজেলার ড. এম. এ ওয়াজেদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুবর্ণপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভালুক চাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শেখ রাসেল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুরের মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় সদর উপজেলার ডোলোপাড়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ডোলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনীর দাগনভূঞা উপজেলা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পশ্চিম করমূল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
শরীয়তপুরে জাজিরা উপজেলার মুজিব রাসেল বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে হরিয়াসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিতার কান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নিতার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ সোনামুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চর মোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে চর মোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার দেশ রত্ন শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে লক্ষ্মীপুর ডগাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার শেখ রেহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে চাতুটিয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার শেখ রাসেল আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আজগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে যমুনা সেতু পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনার সদর উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নাম পরিবর্তন করে খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।