বড় সুখবর সঞ্চয়পত্র গ্রাহকদের জন্য
এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয় সঞ্চয় স্কিমের ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
নতুন রেট পূর্ববর্তী সংস্করণের তুলনায় বেশি, যা বিনিয়োগকারীদের জন্য আরও লাভজনক। এছাড়া, নগদায়নের ক্ষেত্রে রিটার্নের হার এবং বিনিয়োগ সীমাও বৃদ্ধি করা হয়েছে।
৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বিনিয়োগ সীমা অনুযায়ী মুনাফার হার নিম্নরূপ:
বিনিয়োগ পরিমাণ মুনাফার হার
সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা ১২.৪০%
৭,৫০,০০১ টাকার বেশি ১২.৩৭%
উৎসে কর
৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে: ৫% উৎসে কর
৫,০০,০০১ টাকা বা তদূর্ধ্ব বিনিয়োগে: ১০% উৎসে কর
নগদায়নের মুনাফার হার
বিনিয়োগ পরিমাণ ১ম বছর ২য় বছর ৩য় বছর ৪র্থ বছর
৫,০০,০০০ টাকা পর্যন্ত ১০.১৩% ১০.৬৪% ১১.১৯% ১১.৭৮%
৫,০০,০০১ – ৭,৫০,০০০ টাকা ১০.১৩% ১০.৬৪% ১১.১৯% ১১.৭৮%
৭,৫০,০০১ টাকার বেশি ১০.১১% ১০.৬২% ১১.১৭% ১১.৭৫%
নতুন মুনাফার হার কারা পাবেন?
২০২৫ সালের ১ জানুয়ারি বা তার পর যারা নতুন বাংলাদেশ সঞ্চয়পত্র কিনবেন, তারা এই পুনর্নির্ধারিত মুনাফার হার উপভোগ করবেন।
বাংলাদেশ সঞ্চয় স্কিম কারা কিনতে পারবেন?
যেকোনো বাংলাদেশি নাগরিক
আয়কর আইনের আওতায় স্বীকৃত ভবিষ্যৎ তহবিল
নির্দিষ্ট কিছু কৃষি ও প্রাণিসম্পদ খাতের ব্যবসায়ী
অনাথ ও দুঃস্থ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান
প্রবীণদের সেবায় নিবেদিত নিবন্ধিত আশ্রয় কেন্দ্র
বিনিয়োগের ঊর্ধ্বসীমা
একক নামে: সর্বোচ্চ ৩০ লাখ টাকা
যুগ্ম নামে: সর্বোচ্চ ৬০ লাখ টাকা
প্রতিষ্ঠান: ভবিষ্যৎ তহবিলের সর্বোচ্চ ৫০ কোটি টাকা
অনাথ আশ্রম/প্রবীণ সেবা কেন্দ্র: সর্বোচ্চ ৫ কোটি টাকা
বাংলাদেশ সঞ্চয়পত্রের সুবিধা
উত্তরাধিকার নির্ধারণ করা যায়
বিনিয়োগকারীর মৃত্যুর পর উত্তরাধিকারীরা নগদায়ন করতে পারেন
২০২৫ সালের নতুন মুনাফার হারে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আরও লাভজনক হয়েছে। সর্বোচ্চ ৭.৫ লাখ টাকা বিনিয়োগ করলে ১২.৪০% হারে মুনাফা পাওয়া যাবে এবং এর বেশি হলে মুনাফার হার হবে ১২.৩৭%। পাশাপাশি, মেয়াদের পূর্বে নগদায়নের ক্ষেত্রেও উচ্চতর রিটার্ন নিশ্চিত করা হয়েছে।