এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি আগামী দিনে এককভাবে ক্ষমতায় আসলেও আমরা দেশ এককভাবে পরিচালনা করবো না। সবাইকে নিয়ে, বিশেষ করে আমরা যারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, তারা সবাই মিলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। এটাই বিএনপির পরিকল্পনা। তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য যাতে বিনষ্ট না হয়।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘বিগত ১৫-১৬বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষকে জিম্মি করেছেন, গুম-খুন করেছে, লুটপাট করেছে এবং এ লুটপাটের টাকা তারা দেশের বাইরে পাচার করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার দোসররা সবাই পালিয়ে যায়নি। এবং অনেকে এখনও গ্রেফতার হয়নি। তারা সে লুটের টাকায় এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এদেশে যেন একটি স্বাভাবিক প্রক্রিয়া না থাকে এবং সঠিক সময় যেন নির্বাচন না হতে পারে সে জন্য তারা ষড়যন্ত্র করছে। ফলে সবাইকে খুব বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে একদিকে সংস্কার আর অন্যদিকে নির্বাচন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ চারদিকে আমরা অস্থিরতা দেখতে পাচ্ছি- সেটা অর্থনৈতিকভাবে বলেন কিংবা আইনশৃঙ্খলা অবনতির কথা বলেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চুরি-ডাকাতি বা চাঁদাবাজির কথা বলেন। এগুলো আমাদের দেশকে অস্থিতিশীল করে তুলছে। এগুলোকে প্রতিহত করার জন্য আমাদের সুদৃঢ় ও ঐক্যবদ্ধ থাকা খুব বেশি প্রয়োজন।’
কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্টে প্রায় ৩০ দল অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে ও কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহাবুব আলম মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রব শামীম, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অনেকে।