মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১১:৩২:২৫

দেশবাসীর প্রতি যাকাতের নামে শাড়ি লুঙ্গি না দেয়ার অনুরোধ জামায়াত আমিরের

দেশবাসীর প্রতি যাকাতের নামে শাড়ি লুঙ্গি না দেয়ার অনুরোধ জামায়াত আমিরের

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশবাসীর প্রতি যাকাতের নামে শাড়ি লুঙ্গি না দেয়ার অনুরোধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ৪ মার্চ) ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে চিকিৎসকদের সম্মানে রাজধানীর শ্যামলীতে বাদশা ফয়সাল ইনস্টিটিউট মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।

যাকাত অর্থনৈতিকভাবে সমাজে ভারসাম্য নিয়ে আসে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘যাকাত গরিবের হক। এর মাধ্যমে তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করতে হবে। এভারেজ কোয়ালিটির লুঙ্গি, শাড়ি দিয়ে দায় সারলে হক আদায় হবে না।’

তিনি আরো বলেন, ‘হক আদায় না করলে যাকাতের আগুন তাকে জ্বালিয়ে দেবে৷’ ‘জামায়াত’ নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয়, আন্দোলন করে আল্লাহর কুরআনকে ক্ষমতায় নেয়াই লক্ষ্যে বলেও জানান আমিরে জামায়াত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে