এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ৩২ নম্বরের বিজয়কে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, এই জয়ই ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য, যা সফল হয়েছে।
পিনাকী ভট্টাচার্য লেখেন, “ফ্যাসিস্টদের মরাল কেন ভাইঙ্গা গেছে, এইটা এই ফটোকার্ডে দেখতে পারেবেন। এইটাই আমরা এচিভ করতে চাইছিলাম ৩২ নাম্বারে। আলহামদুলিল্লাহ, আমরা সেইটা পারছি। স্বাধীন বাংলাদেশে মোষ্ট সিগনিফিকেন্ট পলিটিক্যাল ঘটনা হিসেবে ৩২ নাম্বার জয় বাংলা করে দেওয়ার ঘটনা স্থান পাবে।”
তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে।