এমটিনিউজ২৪ ডেস্ক : গাবতলীর পর এবার রাজধানীর ভাষানটেকের বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টার দিকে ভাষানটেকের বি আর বি বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ১৩ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
আরও জানানো হয়েছে, মিরপুর, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।