শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ০৩:৫৩:১১

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি গ্রেপ্তার

 নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহসভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। 

শুক্রবার (৭ মার্চ) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ও পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাঙচুর ও লুটপাট মামলার এজহারভুক্ত আসামি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মেহেদী হাসান রাব্বি পলাতক ছিলেন। তার নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা করা হয়।

গেল বছর ৪ আগস্ট বিকেলে পৌরসভার টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকার নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হত্যার শিকার আজাদ সরকারের ছেলে পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ ছাড়াও ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেট্রনিক্স পণ্যের শোরুম ও গোডাউন লুঠপাট ও ভাঙচুর করা হয়। এতে ওই ব্যবসায়ীর প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতানামা ১৫০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাঙচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে