এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, কেন ভারত বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা করে। তিনি বলেন, “বাংলাদেশ কি স্বাধীন দেশ নয়? আমাদের সরকার, বিরোধী দল ও আইন-কানুন রয়েছে। অন্য দেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনার অধিকার ভারতকে কে দিয়েছে?”
শুক্রবার (৭ মার্চ) সকালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “ভারত প্রায়ই আমেরিকায় গিয়ে বাংলাদেশ নিয়ে কথা বলে। আজকেও দেখলাম, তারা ব্রিটেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই? এটি একটি স্বাধীন দেশ নয়? এর একটি স্বাধীন পতাকা আছে, জাতীয় সংগীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ কি নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে?”
তিনি আরও অভিযোগ করেন, “ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। হাসিনা ভারতের ইচ্ছা অনুযায়ী সবকিছু করতেন, যাতে নিজের ক্ষমতা ধরে রাখতে পারেন। এর ফলে বাংলাদেশ একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত হয়েছে।”
শেখ হাসিনার শাসনামল নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, “শেখ হাসিনা ফ্যাসিজম শিখেছেন, কিন্তু দেশপ্রেম শেখেননি। তার আমলে আদালত, আইন ও বিচার ব্যবস্থার কোনো কার্যকারিতা ছিল না। তিনি যা বলতেন, সেটাই হতো।”
বিএনপি নেতা আরও বলেন, “হাসিনা সরকার জনগণের নয়, লুটেরাদের সরকার ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছেন।”
রিজভীর বক্তব্যের মাধ্যমে বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর আলোচনাকে ভালো চোখে দেখছে না। দলটির দাবি, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু দেশটির জনগণেরই রয়েছে।