শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ০৭:৪৭:৪০

দাম কমে হঠাৎ হিলিতে পেঁয়াজের কেজি কত হলো জানেন?

দাম কমে হঠাৎ হিলিতে পেঁয়াজের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার দিন ধরে ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। সরবরাহ বেশি থাকায় এক সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম।

পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কম থাকায় কিছুটা কমেছে আমদানি।

বিকেলে হিলি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। আর দেশীয় পেঁয়াজ ২৫ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। যা গত সপ্তাহের ছিল ৩০ টাকা।

বন্দর সূত্র জানায়, গত শনিবার দুই ট্রাকে ৬০ মেট্রিক টন, রোববার এক ট্রাকে ২৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়। এর পর থেকে গত চারদিন ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে।

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের সপ্তাহের তুলনায় বাড়ার কারণে কেজিতে ৫ টাকা কমেছে। যা গত সপ্তাহের ছিল ৩০টাকা।

পেঁয়াজ কিনতে আসা ষাটোর্ধ অটোরিকশাচালক জয়নাল আবেদীন জানান, ২৫ টাকায় এক কেজি পেঁয়াজ কিনলাম। দাম এ অবস্থায় থাকলে আমাদের জন্য অনেক ভালো হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় দাম ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আর এ কারণে ব্যবসায়ীরা কয়েকদিন পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে