শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ১১:২১:২৬

সেই আরমান আলীকে হাসপাতালে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সেই আরমান আলীকে হাসপাতালে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিল ছত্রভঙ্গ করার সময় আটক আরমান আলীকে (৪০) পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান উপদেষ্টা।

 এসময় আসিফ মাহমুদ বলেন, জানতে পেরেছিলাম একজন নিরপরাধ ব্যক্তিকে সেনাসদস্যরা ধরে ডিবিতে দিয়ে দিয়েছে। পরে ডিবি কার্যালয় থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

আরমান আলী বলেন, দুপুরে বাইতুল মোকাররম এলাকায় গিয়েছিলাম আমি। সেখানে হিজবুত তাহরিরের সদস্যদের দৌড়ানি দিয়েছিলাম। তখন উল্টো তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত সেনাসদস্যরা আমাকে আটক করে।

আরমানের বাসা ফকিরাপুল পানির ট্যাঙ্কি এলাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে