এমটিনিউজ২৪ ডেস্ক : আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও ৬ হাজার টন সিদ্ধ চাল এনেছে সরকার।
শনিবার (৮ মার্চ) ওই চাল নিয়ে এমভি পিএইচইউ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসব চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় কেনা। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত সোমবারও ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ টন চাল এসেছিল। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে।