সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৪০:৩০

ভোরেই থানায় হাজির স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ভোরেই থানায় হাজির স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

এমটিনিউজ২৪ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর চারটি থানায় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানায় পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সজাগ, তৎপর এবং সতর্ক থাকার পরামর্শ দেন।

এছাড়া, রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট ও তল্লাশি চৌকি পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে আলোচনা করেন। যৌথ বাহিনীর টহল দলের কার্যক্রমও মনিটরিং করেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। এর অংশ হিসেবে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। এই কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধমূলক কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রমজানে থানাগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করছে কি না, তা দেখতে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে