মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১১:২০:৪৩

যেদিন থেকে আবারও স্মার্ট কার্ড বিতরণ শুরু

যেদিন থেকে আবারও স্মার্ট কার্ড বিতরণ শুরু

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আগামী এপ্রিল মাস থেকে পুনরায় জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে হালনাগাদ কার্যক্রম চলায় স্মার্ট কার্ড বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভার কার্যপত্র থেকে জানা যায়, আইডিইএ প্রকল্পের (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় জানান, হালনাগাদ কার্যক্রম চলায় স্মার্ট কার্ড বিতরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে জটিলতা তৈরি হচ্ছে। এ ছাড়া ইসির কারিগরি সরঞ্জামগুলো এখন হালনাগাদ প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে।

এই কার্যক্রম আগামী ১১ এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। চলমান হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে মুদ্রিত স্মার্ট কার্ড বিতরণের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, বর্তমানে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম শেষ হলে পুনরায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে