বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:৫৮:৪৫

গুলির পরে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা, গ্রেপ্তারি পরোয়ানা ১০ জনের বিরুদ্ধে

গুলির পরে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা, গ্রেপ্তারি পরোয়ানা ১০ জনের বিরুদ্ধে

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার জুলাই আন্দোলনে সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ১৮ মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।

এর আগে চানখারপুলে শাহরিয়ার খান আনাসসহ ৭ জনকে গুলি করে হত্যার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামী কনস্টেবল মোহাম্মদ নাসিরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সকালে ডিবি কর্তৃক গ্রেপ্তারের পর হাজির করা হয় আসামিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে