বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৫৭:৫৪

যেসকল এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসকল এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে বুধবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।

এক বার্তায় প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণখান, ফায়েদাবাদ এলাকা, আশকোনাসহ আশপাশের সব এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে