বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:২৭:২০

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত, লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না: জামায়াত আমির

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত, লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না: জামায়াত আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ছাত্রশিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

এ সয়ম ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারো তালিকা প্রকাশ করেনি ছাত্রশিবির। ফ্যাসিস্ট আমলের সব কিছুতে পরিবর্তন আনতে কাজ চলছে। ভালো কাজগুলোকে আরও বেগবান করতে চান বলেও জানান জাহিদুল।

পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, ‘যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে