এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার(১৫ মার্চ) বেলা ২ টার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে মিঠুকে আটক করে পুলিশকে খবর দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে মিঠুকে গ্রেফতার করে।
গ্রেফতার মিনহাজুল আবেদিন মিঠু তালতলী উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে ও তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রায় ৫ বছর তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছর তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, তালতলী উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে থেকে সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা পুলিশ খবর দেয়। এরপর তালতলী থানা পুলিশ মিঠুকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী মিঠুকে আটক করে আমাদের অবগত করে। পরে মিঠুকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। মিঠুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।