এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের টেরী বাজারে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) ওই গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোতলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।