সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:০৬:৫৭

হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ প্রতিনিধি আহত

হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ প্রতিনিধি আহত

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোস্ট্যান্ডের লোকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ প্রতিনিধি আহত হয়েছে। 

রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার উচালিয়া পাড়া মাইক্রোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এরমধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহতরা জানান, রোববার রাত ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে উচালিয়াপাড়া মাইক্রোস্ট্যান্ডে চলে যায় একটি মাইক্রোবাস। গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা মাইক্রোবাসটিকে ওই মাইক্রোস্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে রাত ১১ টার দিকে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। এ সময় ছাত্র প্রতিনিধিরা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এনিয়ে মাইক্রোস্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বাগবিতণ্ডায় জড়ায়। এ সময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোস্ট্যান্ডের হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত তিনজন আহত হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোস্ট্যান্ডের সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে