সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৯:৪২

এবার যুক্তরাষ্ট্র থেকে যা আমদানির উদ্যোগ নিল বাংলাদেশ

এবার যুক্তরাষ্ট্র থেকে যা আমদানির উদ্যোগ নিল বাংলাদেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য আমদানিতে ট্রাম্প প্রশাসন যাতে শুল্ক আরোপ না করে সেজন্য পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে তুলা চাষের সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমদানির কারণে নিম্নমানের কটন বেশি দামে কিনে বাংলাদেশ। তাই দেশে তুলা চাষে কৃষককে ভর্তুকি দেয়া উচিত। সেটার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হবে।

বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য আমদানিতে ট্রাম্প প্রশাসন যাতে শুল্ক আরোপ না করে সেজন্য পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার সময়সীমা সরকার বাড়ানোর পক্ষে নয় বলেও জানান তৌহিদ হোসেন।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে লাগাতার মিথ্যাচার করছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে