সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ০৮:১৩:৪৫

কোরআন দেশের সংবিধান হলে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: জামায়াতের আমির

কোরআন দেশের সংবিধান হলে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: জামায়াতের আমির

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আমরা কোনো অন্যায় বিচার চাই না।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠির কবিরাজ বাড়ি এলাকায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় প্রত্যেক শহীদ পরিবারকে প্রতিশ্রুতি অনুয়ায়ী ৩০ লাখ টাকা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে স্থানীয় প্রেসক্লাব মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যকালে জামায়াতের আমির বলেন, কোরআন বাংলাদেশের সংবিধান হলে এবং ইসলামী দলগুলো দেশের সেবা করতে পারলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

এ সময় জেলা জায়ামাতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে