বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ০৭:১৩:৪৮

আর কোন বাধা রইল না তারেক রহমানের

আর কোন বাধা রইল না তারেক রহমানের

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এতে করে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতিতে আর কোনো বাধা থাকল না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে