এমটিনিউজ২৪ ডেস্ক : গত কয়েক বছর ধরে রোজায় আলু-পেঁয়াজের দাম চড়া থাকলেও এবার ছিল স্বস্তিদায়ক অবস্থায়। তবে বরাবরের মতো রমজানজুড়ে ভোক্তাদের ভোগাচ্ছে বেগুন শসা ও লেবুর দাম।
রমজানে ইফতারিতে চাহিদার শীর্ষে থাকে আলু-পেঁয়াজ ও বেগুনের তৈরি বিভিন্ন মুখরোচক খাবার। এছাড়া শসা সালাদ ও লেবু অধিক ব্যবহার হয় শরবত তৈরি করতে। চাহিদা বেশি থাকায় প্রতিবছরই রোজায় এসব পণ্যের দাম থাকে বেশ চড়া।
তবে এবার বেগুন, শসা ও লেবুর বাজার চড়া থাকলেও বেশ স্বস্তি দিয়েছে আলু ও পেঁয়াজের বাজার।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, রমজানজুড়ে ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। এছাড়া মাঝে ২-৫ টাকা বাড়লেও বর্তমানে দাম কমে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়।
ক্রেতারা বলছেন, অন্যান্য বছর রোজায় আলু-পেঁয়াজের দাম চড়া থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। অনেকটাই স্বস্তি মিলেছে এসব পণ্যে। অন্যান্য পণ্যের দামও কমা উচিত।
এদিকে রমজানজুড়ে চড়ে থাকা শসা, লেবু ও বেগুন মাঝে কিছুটা কমলেও তা স্বস্তি দেয়নি ভোক্তাকে।