এমটিনিউজ২৪ ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলার ঘোড়াডুম্বুর ও পিঠাপই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে উভয়পক্ষের ৩৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) দুপুরে দুই গ্রামের লোকজন কালাকান্দি মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও আহতরা জানান, ২৩ মার্চ রাতে ঘোড়াডুম্বর গ্রামের গাড়ি চালক ফখরুল ইসলাম তার অসুস্থ ১৫ মাসের শিশুকে চিকিৎসার জন্য স্বপরিবারে সিলেটে যাচ্ছিলেন। গভীর রাতে গাড়ির ভেতর থেকে মহিলা ও শিশুর কান্নার আওয়াজ শুনে অপহরণকারী হিসেবে সন্দেহ পিঠাপই গ্রামের লোকজন গাড়ি থামানোর সিগন্যাল দিলে ফখরুল গাড়ি চালিয়ে যায় ৷ পরে পিটাপই গ্রামের লোকজন মোটরসাইকেল চালিয়ে ছাতক উপজেলার খাড়ারাই এলাকায় গাড়ির গতিরোধ করে ফখরুলকে মারধর করে।
এ ঘটনা ফখরুল ঘোড়াডুম্বর গ্রামবাসীকে জানলে গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জেরে সোমবার দুপুরে উভয় গ্রামের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়েন।
এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন লোক আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে। পরিস্থিতি শান্ত। মামলা হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।