মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ০৭:০৮:০৪

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের নারীসহ অন্তত ১৫ আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি রাজৈর উপজেলার বৌলগ্রামে পৌঁছালে বিপরীত দিক সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) ঢাকার পঙ্গু হাসপাতালে ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিনকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

এ দিকে দুর্ঘটনায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল ব্যাহত হলে হাইওয়ে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে