সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১১:৪৩:৫০

রাজধানীতে মোঘল স্টাইলে ঈদের আনন্দ মিছিল

রাজধানীতে মোঘল স্টাইলে ঈদের আনন্দ মিছিল

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকাতে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ আনন্দ মিছিল। যেখানে অংশ নিয়েছে অসংখ্য মানুষ।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

ঈদের জামাত শেষে শুরু হয় ব্যান্ডপার্টির বাজনা, যেখানে বাজতে থাকে জনপ্রিয় ঈদ গান ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। গান ও বাজনার তালে মেতে ওঠে হাজারো মানুষ।

তবে মিছিলের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। পরে মিছিলে মোট ১৫টি ঘোড়ার গাড়ি যোগ হয়। ঘোড়ার গাড়িগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ-উল্লাসে আরও বাড়িয়ে তোলে।

এটি ছিল ঢাকার ঈদ উৎসবের এক বিরল মুহূর্ত, যা সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে