রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:৫২:২৭

জিয়াউর রহমানের পর আমরা একজন গর্ব করার মতো সফল রাষ্ট্রনায়ক পেয়েছি: ব্যারিস্টার ফুয়াদ

জিয়াউর রহমানের পর আমরা একজন গর্ব করার মতো সফল রাষ্ট্রনায়ক পেয়েছি: ব্যারিস্টার ফুয়াদ

এমটিনিউজ২৪ ডেস্ক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমরা একজন গর্ব করার মতো সফল রাষ্ট্রনায়ক পেয়েছি বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণঅভ্যুত্থানে দুটি গুরুত্বপূর্ণ পক্ষ ছিল, একটি রাজনৈতিক দল, অন্যটি ছাত্রসমাজ। উভয়েরই দাবি যৌক্তিক। নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাঠামোগত সংস্কারও জরুরি। আমরা কখনোই ৪ বছরের সময় দাবি করিনি বরং ঐকমত্যের ভিত্তিতে ছয় মাস বা দুই বছর—যতটুকু সময় দরকার, তা ঐকমত্যের ভিত্তিতেই নির্ধারিত হবে।

তিনি বলেন, আমরা চাই একটি ঐকমত্যের ভিত্তিতে সরকার পরিচালিত হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমরা একজন গর্ব করার মতো সফল রাষ্ট্রনায়ক পেয়েছি। তার নেতৃত্বে এবং সম্মিলিত সিদ্ধান্তে দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত করা সম্ভব। তাহলে জুনিয়রদের কাছে কেন যাব।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা বিশ্বাস করি, ইনশা আল্লাহ ঐকমত তৈরি হবেই। গণঅভ্যুত্থান হয়েছে মানুষের মাঝে নতুন করে দেশ গঠনের আগ্রহ তৈরির জন্য। জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ। আলোচনা হলেই সমাধান হবেই।

এর আগে একই দিন সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এবং দুপুরে বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় দলের স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে