রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৭:০১

এবার যে দেশে রফতানি হলো ২৫২ মেট্রিক টন আলু

এবার যে দেশে রফতানি হলো ২৫২ মেট্রিক টন আলু

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর চালুর প্রথম দিনেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল আরও ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু।

রোববার (৬ এপ্রিল) দুপুরে আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, থিংকস টু সাপ্লাই, স্বাধীন এন্টার প্রাইজ নামে দুটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে। রফতানি করা আলুর মধ্যে থিংকস টু সাপ্লাইয়ের ছিল সর্বমোট ১৪৭ মেট্রিক টন আলু ও স্বাধীন এন্টার প্রাইজের ছিল ১০৫ টন আলু।

তিনি আরও জানান, রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে