সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:২৯:৩৩

এবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

এবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার নির্দেশ দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব সরকারি স্কুল-কলেজে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ সোমবার জারি করা আদেশে জানানো হয়, মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের এই নির্দেশনা পাঠানো হয়েছে। মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে। ওই সভার কার্যবিবরণী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে