এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই সনদ আগামীর বাংলাদেশের পথ রেখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদের বড় ভূমিকা থাকবে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে হওয়া সংলাপে তিনি এসব কথা বলেন।
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমরা সকলেই জানি কি পরিস্থিতিতে এখানে উপনীত হয়েছি। স্বাধীনতা উত্তরকালে এ প্রথমবারের মত রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণমূলক পথ ও পদ্ধতি তৈরি করেছি। এটা সম্ভব হয়েছ দেশের মানুষের সংগ্রামের কারণে এবং রাজনৈতিক দলগুলোর সংগ্রামের জন্য।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, আপনাদের (নাগরিক ঐক্য) মতামতগুলোর কিছু কিছু ব্যাখ্যা নিয়ে কথা বলব। ভিন্নমতগুলো নিয়ে কথা বলব।
তিনি বলেন, এ প্রক্রিয়াটা অব্যাহত রাখার মধ্য দিয়ে, একটা জায়গায় দাঁড়াতে পারব, যেখানে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদের মধ্যে কাজটি শেষ করতে চাই। এর অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ আগামীর বাংলাদেশের পথরেখা হিসেবে তৈরি হয়। এরই অংশ হিসেবে নির্বাচন হবে, সেই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুলাই সনদের বড় ভূমিকা থাকবে।
তিনি বলেন, আলোচনায় আমরা দুইদিকে বসলেও দুই পক্ষ নয়, আমরা সকলেই এক পক্ষ। আমরা পথ খুঁজছি, যাতে করে আমাদের লক্ষ্যগুলো অর্জনের পথ সুনির্দিষ্ট করতে পারি। একত্রে অগ্রসর হতে পারি। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে হটাতে পেরেছি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান। নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুল চৌধুরী দীপুর নেতৃত্বে আটজন সদস্য উপস্থিত ছিলেন।
রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগকে যুগান্তকারী বলে মনে করে নাগরিক ঐক্য। এ জন্য সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে জিল্লুল চৌধুরী দীপু বলেন, এ উদ্যোগের ভেতর দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত গণতন্ত্র, মানুষের আইন পাওয়ার অধিকার, সুশাসনের অধিকার। অর্থাৎ মানুষ শতভাগ গণতন্ত্র অর্জন করতে পারবে।
গত আট মাসের দায়িত্ব পালনকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নক্ষত্র হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন দীপু। তিনি বলেন, এটা আমাদের রাজনৈতিক বিশ্লেষণ।
নাগরিক ঐক্য জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ টি প্রস্তাবের মধ্যে ১১৪টিতে একমত, ১১ টিতে আংশিক একমত এবং বাকীগুলোতে দ্বিমত দলটির।