মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ০২:৪২:৪৩

গ্রেফতার সেই জান্নাত তোহা : জু'য়া'র সাইট প্রমোশনে যুক্ত থাকায় তদন্তে টিকটক দম্পতি

গ্রেফতার সেই জান্নাত তোহা : জু'য়া'র সাইট প্রমোশনে যুক্ত থাকায় তদন্তে টিকটক দম্পতি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরে অনলাইনে বিভিন্ন জু'য়া'র সাইট প্রমোশনের অভিযোগে আলোচিত টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ। জান্নাত তোহা গ্রেফতার ইস্যুটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রবিবার রাত সাড়ে ১০টায় মিরপুর ২ নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় সোমবার মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। মামলার আসামি তোহা হোসাইন ও হুর এ জান্নাত—যারা স্বামী-স্ত্রী ও সামাজিক মাধ্যমে পরিচিত টিকটকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, তোহা হোসাইন তার ফেসবুক পেজ ও টিকটক আইডি থেকে অনলাইনে বিভিন্ন জু'য়া'র সাইটের প্রমোশন করে আসছেন। অল্প টাকা ডিপোজিট করে অধিক মুনাফার আশ্বাস দিয়ে তিনি যুবসমাজকে জু'য়া ও অনৈতিক কাজে প্রলুব্ধ করেন। এতে অনেকেই প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন জানান, টিকটক আইডি থেকে জু'য়া'র সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামি হুর এ জান্নাতকে খুঁজছে পুলিশ। জান্নাত তোহা গ্রেফতার মামলায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

জান্নাত তোহা গ্রেফতার ইস্যুতে টিকটকার তোহা হোসাইনকে গ্রেফতার করা হয়েছে অনলাইনে জু'য়া'র সাইট প্রমোশনের অভিযোগে। তার স্ত্রী হুর এ জান্নাত এখনও পলাতক। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে