এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছেন। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দুটি ছবি দেন তিনি।
তাসনিম জারার সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে শফিকুল আলম লিখেন, ‘অনুপ্রেরণামূলক তরুণ নেত্রী তাসনিম জারার সঙ্গে।’ পরে সেই পোস্টে মন্তব্য করেন তাসনিম জারা।
মন্তব্যের ঘরে তাসনিম জারা লিখেন, ‘ফ্রেমে থাকতে পেরে সম্মানিত বোধ করছি, যদিও কিছুটা হতাশ যে আপনার বারবারি মাফলারটি এই মুহূর্তটি পায়নি!’
ডা. তাসনিম জারা ঢাকা জেলায় ১৯৯৫ সালের জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকায় বেড়ে উঠেছেন। তিনি ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। তিনি সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।