এমটিনিউজ২৪ ডেস্ক : হঠাৎ পাল্টে গেল দেশের স্বর্ণের বাজার! বাংলাদেশের স্বর্ণের বাজারে আবারও দেখা গেলো দামের পরিবর্তন। এই পরিবর্তন অনেক ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ভালো সংবাদ বয়ে আনছে।
সম্প্রতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ঘোষণা করেছে যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৪৮ টাকা কমানো হয়েছে। নতুন স্বর্ণের দামের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, যা আগামীকাল ৯ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সোনার মূল্য হ্রাস নিঃসন্দেহে সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য স্বস্তির বিষয়। সোনার দাম দীর্ঘদিন ধরে উর্ধ্বমুখী থাকলেও এবার কিছুটা কমানো হলো, যা বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। বাজুস-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে, নতুন মূল্য অনুযায়ী:
২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম – ৳১,৫৬,৬২৪
২১ ক্যারেট সোনা প্রতি ভরি – ৳১,৪৯,৪৯৮
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম – ৳১,২৮,১৪১
সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি – ৳১,০৫,৬৬৪
এই পরিবর্তনের ফলে স্বর্ণের বাজার পরিবর্তন বিষয়ে আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।