বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:২৩:৪৩

অবশেষে যে সুখবর ভারতীয় ভিসা ইস্যুতে

অবশেষে যে সুখবর ভারতীয় ভিসা ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের। এ ছাড়া এখানে আমাদের স্টাফ জটিলতাসহ কিছু সমস্যা রয়েছে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে হিলি স্থলবন্দরের সভাকক্ষে বন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত আমরা অন্যান্য দেশের তুলনায় বেশি পরিমাণে বাংলাদেশিদের ভিসা দিচ্ছি। ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পর সেটা আরও বাড়বে।’

ভারতীয় সহকারী হাইকমিশনার, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসায়ীক গভীর সম্পর্ক রয়েছে। তবে আমি অনুরোধ করতে চাই আপনারা সহযোগিতা করলে দুদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক সামনের দিনে আরও জোরদার হবে।’

এর আগে দুপুর ১২টায় তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে আসেন। বিজিবি ও বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভারতের অভ্যন্তরে ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। পরে ভারত থেকে ফিরে হিলি স্থলবন্দরে আসলে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
 
পরে বন্দরের সভাকক্ষে বন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল করতে বৈঠক করেন। এ সময় সেখানে হিলি কাস্টমসের সহকারী কমিশনার নাজমুল হাসান, সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন,সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে