বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ১০:৩০:০৬

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করলেন জামায়াতের প্রতিনিধি দল

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করলেন জামায়াতের প্রতিনিধি দল

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকায় চলমান বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধি দল।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

 প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতে ইসলামীর ইন্ডাস্ট্রিজ ও বিজনেস বিভাগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মো. মাসুদ কবির।

বৈঠকে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

এদিন চীন, ব্রিটিশ, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করেন এবং বিভিন্ন উদ্বেগের কথা জানান।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেয়া হবে। দেশের নতুন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারলে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে সবার ত্যাগ এবং স্বপ্ন সার্থক হবে।’

দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি দেশকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে