বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:৫৭:২১

অবশেষে গ্রেপ্তার যুবলীগের সেই ‘গলাকাটা কাউসার’

অবশেষে গ্রেপ্তার যুবলীগের সেই ‘গলাকাটা কাউসার’

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গলাকাটা কাউসার গ্রেপ্তারডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছে বলে স্বীকার করেছে।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে